কিভাবে কোনো সফটওয়্যারের জন্য পোর্টেবল ভার্সন তৈরী করবেন?
বর্তমান সময়ে পেন ড্রাইভ এবং হার্ড ডিস্ক এর ব্যবহার দিন দিন বাড়তেই আছে। তবে সকল লোক শুধুমাত্র ফাইল বা ডাটা ট্রান্সফার করবার জন্য পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক ব্যবহার করে না। অনেকে এগুলোতে অপারেটিং সিস্টেম বা পোর্টেবল সফটওয়্যার লোড করে থাকে। এই সকল কারনে পোর্টেবল সফটওয়্যার ব্যবহারের চাহিদা দিন দিন বাড়তেই আছে। কিন্তু আপনি আপনার চাহিদা মোতাবেক পোর্টেবল সফটওয়্যার সর্বদা খুঁজে পাবেন না। তবে আপনি ইচ্ছা করলে নিজেই পোর্টেবল সফটওয়্যার তৈরী করে ব্যবহার করতে পারবেন। এই পোষ্টে আমি আপনাদেরকে এই বিষয়টিই দেখানোর চেষ্টা করব। প্রথমে আসুন দেখি যে আমাদের পোর্টেবল সফটওয়্যার কেন দরকার। আমরা সাধারণত আমাদের কম্পিউটারএ প্রতিনিয়ত অনেক ধরনের সফটওয়্যার ইন্সটল করে থাকি। কিন্তু সফটওয়্যার ইন্সটল করতে করতে একসময় কম্পিউটার স্লো হয়ে যায়। এমন অবস্থায় যদি কখনও আবার অপারেটিং সিস্টেম ইন্সটল করতে হয় তখন নতুন করে সফটওয়্যারগুলো আবার ইন্সটল করা লাগে। এই সমস্ত ক্ষেত্রে পোর্টেবল সফটওয়্যার ব্যবহার করাটাই হল সুবিধাজনক। আপনি পোর্টেবল সফটওয়্যার সহজে বহন করতে পারবেন, যে কোন কম্পিউটার এ যে কোনো সময় ব্যবহার করতে পারবেন এবং হার্ড ডিস্ক এর জায়গার অপব্যবহার থেকেও রক্ষা পাবেন। এই ধরনের পোর্টেবল সফটওয়্যার আপনার কম্পিউটার এ কোনো নতুন রেজিস্ট্রি তৈরী করবে না। যেহেতু পোর্টেবল সফটওয়্যার হল pre-install প্রোগ্রাম কাজেই এগুলোকে ইন্সটল করবার কোন দরকার নাই। এটার সুবিধার কারণে অপেরা, ফায়ারফক্স এর মত বড় বড় প্রতিষ্ঠান গুলো তাদের পোর্টেবল ভার্সন বের করেছে। এরকম আরো বেশ কিছু সফটওয়্যার কোম্পানি তাদের সফটওয়্যারের পোর্টেবল ভার্সন বের করেছে। কিন্তু তাদের সংখ্যা খুবই কম। বেশির ভাগ সফটওয়্যারেরই পোর্টেবল ভার্সন পাওয়া যায় না। এইক্ষেত্রে কিছুই করবার নেই। কিন্তু আপনি যদি যে কোনো সফটওয়্যারের পোর্টেবল ভার্সন তৈরী করবার নিয়ম জানেন, তাহলে আপনার কোন সমস্যা হবার কথা নয়। VMware Thinapp ব্যবহার করে পোর্টেবল সফটওয়্যার তৈরী করবার পদ্ধতি আপনি VMware Thinapp ব্যবহার করে পোর্টেবল ভার্সন তৈরী করতে পারবেন। এটার ইন্টারফেস আপনাকে আকর্ষন করবে। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কোনো সফটওয়্যারকে একটা Self-ContainEXE ফাইলে রূপান্তর করতে পারবেন এবং সহজে রান করতে পারবেন। আপনার ফাইল corruption এর কোন ভয় থাকবে না। পোর্টেবল সফটওয়্যার তৈরী করবার জন্য আপনাকে কোনো স্ক্রীপ্ট শিখবার দরকারহবে না। শুধুমাত্র নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুনঃ ১। এই ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় সফটওয়্যারটি ডাউনলোড করুনঃ ২। এটা হল একটা ৬০ দিনের একটা ট্রায়াল ভার্সন। এটাকে ইন্সটল করুন এবং Setup Capture কে রান করুন। ৩। এটা pre-install প্রসেসকে স্ক্যান করবে। স্ক্যান প্রসেস শেষ হবার পরে Thinapp উইন্ডোকে minimize করুন এবংযে সফটওয়্যারটিকে পোর্টেবল বানাতে চান সেটাকে ইন্সটল করুন। ৪। ইন্সটল প্রসেস শেষ হবার পরে আপনার চাহিদা অনুযায়ী সেটাকে কাষ্টমাইজ করে নিন, Thinapp কে maximize করুন এবং তারপর Next এ ক্লিক করুন। ৫। এটা এখন post-install কে স্ক্যান করবে। স্ক্যান শেষ হয়ে যাবার পরে একটা নতুন উইন্ডো খুলবে যেখানে আপনি পোর্টেবল করার সফটওয়্যারটি দেখতে পাবেন। সেখান থেকে আপনার জন্য প্রয়োজনীয় ফাইলসমূহ নির্বাচন করুন এবং Next নামক বাটনে ক্লিক করুন। ৬। নতুন উইন্ডো থেকে Sandbox location কে নির্বাচন করুন এবং Next এ ক্লিক করুন। ৭। এখন Merged Isolation Mode কে নির্বাচন করুন এবং Next বাটনে ক্লিক করুন। ৮। যে লোকেশনে আপনি পোর্টেবল সফটওয়্যারটি রাখতে চান সেটা নির্বাচন করে Next এ ক্লিক করুন। ৯।নতুন উইন্ডো থেকে Build Now এর উপরে ক্লিক করুন। এখন আপনার কাজ শেষ হয়েছে। আশা করছি এখন থেকে আপনারা খুব সহজেই পোর্টেবল সফটওয়্যার নিজেরাই বানিয়ে নিতে পারবেন। |
( C+P ) Samu.......
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home