Tuesday 10 May 2011

ফোল্ডারে পাসওয়ার্ড দিন নিজের বানানো সফটওয়্যার দিয়ে !!!

আজকে মজার একটি জিনিস শিখাবো, খুব ছোট কিছু কোডিং দিয়ে খুব ছোট একটা সফটওয়্যার বানাব আজকে আমরা। ঠিক সফটওয়্যার বলা চলে না তবে বললেও প্রবলেম নাই। ত চলেন দেখি এটার কাজ কি। এখানে আমরা দেখবো কিভাবে ফোল্ডারে পাসওয়ার্ড দিয়ে লক করা যাবে, সেটাও আবার নিজের বানানো সফট দিয়ে। এটা দিয়ে পাসওয়ার্ড দিতে পারবেন আপনার প্রাইভেট ফোল্ডারে। খুব ই সহজ। চলেন তাহলে কাজ শুরু করি।
১। নোট পেড ওপেন করে নিচের কোড গুলো পেস্ট করুন, এবং সেভ করুন ibd27.txt নাম দিয়ে।
:CONFIRM
echo Are you sure you want to lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Private "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to unlock folder
set/p "pass=>"
if NOT %pass%== ahammedkhalid.com goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Private
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Private
echo Private created successfully
goto End
:End
২। ibd27.txt ফাইল টা ওপেন করুন এবং খুজে দেখুন এক জায়গায় লিখা আছে  probarta.com  (২৩ নং লাইনে দেখুন) এখন ahammedkhalid.com টাকে মুছে দিয়ে আপনার পাসওয়ার্ড তি লিখুন যেই পাসওয়ার্ড দিয়ে আপনার ফোল্ডার টি লক করতে চান। নিচের এক্সামপ্ল কোডিং দেখে নিন কথায় কাজটা করতে হবে।
if NOT %pass%==ahammedkhalid.com goto FAIL
৩। এবার নোটপ্যাডের ibd27.txt ফাইল টি save as দিন এবং সেভ করুন ibd27.bat নামে (save as type থেকে অবশ্যই All Files দিয়ে নিবেন)
৪। এখন ibd27.txt নামের ফাইলটি ডিলিট করে দিন এবং ibd27.bat নামের ফাইলটি ডাবল ক্লিক করুন।
৫। এখন দেখুন যেখানে ibd27.bat ফাইলটি বানিয়েছিলেন সেখানে নতুন একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে যার নাম “private”
৬। কাজ হয়ে গেছে বস। আপনি যা কিছু লুকাতে চান সেই জিনিস গুলা “private” ফোল্ডারের ফিতরে রাখুন। মানে “private” ফোল্ডার টাই আপনার গুপ্তধন এটাই আমরা লক করব। মানে আপনি যা কিছু লিকাতে চান এই ফোল্ডারের ভিতরে কপি করে রেখে দিন। কারন আমরা এইটাকে পাসওয়ার্ড দিব এখন।
৭। এখন আবার ibd27.bat নামের ফাইলটি ডাবল ক্লিক করুন দেখবেন সে আপনাকে জিজ্ঞাস করছে যে আপনি “private” নামের ফোল্ডারটি লক করতে চান কিনা । যদি চান লক করতে তাহলে y প্রেস করে এন্টার দিন।
৮। হিহি, কাম হইয়া গেছেগা, এবার দেহেন বস “private” নামের ফোল্ডারটি আর ওপেন ই হবে না।
৯। যদি ওপেন করতে চান “private” ফোল্ডারটি তাহলে আবার ibd27.bat নামের ফাইলে ডাবল ক্লিক করুন যে আপনাকে পাসওয়ার্ড জিজ্ঞাস করবে পাসওয়ার্ড বসিয়ে দিন বাস ফোল্ডার আবার ওপেন হয়ে যাবে। (ahammedkhalid.com)এর পরিবর্তে যেই পাসওয়ার্ড দিছিলেন সেটাই আপনার পাসওয়ার্ড )
১০। এই কাজটি আপনি পেন ড্রাইভেও করতে পারবেন। পেন ড্রাইভের private নামের ফোল্ডার বানান এবং সব ফাইল রাখুন সেটার ভিতরে তারপর উপরের নিয়মে লক করে নিন।
১১। লক করার পরে লকার ফাইলটি ডিলিট করে দিন তাহলে অন্য কেউ চাইলেও আর ফাইলটি এডিট করতে পারবে না। তবে আনলক করতে সেই পাসওয়ার্ড ই ব্যাবহার করতে হবে যেটি দিয়ে লক করেছেন।
১২। এটিকে খুব সাধারন কিছু মনে করে ভুল বুঝবেন না। এটা অনেক শক্তিশালী কৌশল।
ভাল লাগলে কমেন্ট করবেন আশা করি.....

(C+P) P.B

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home