Friday 4 March 2011

আপনার কম্পিউটার এর স্ক্রীন সেভ করার জন্য দারুন একটি সফটওয়্যার


.


যখন আমরা কোনো ব্লগ এর জন্য কন্টেন্ট লিখি বা কোনো টিউটোরিয়াল ওয়েবসাইট এর জন্য কোনো টিউটোরিয়াল লিখি তখন মাঝে মাঝে আমাদেরকে আমাদের কম্পিউটার থেকে কোনো তথ্য বা ছবি ইমেজের মাধ্যমে সংযুক্ত করতে হয়  এটা করার জন্য আমাদের অধিকাংশই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিল্ট-ইন ব্যবস্থাটি গ্রহন করে থাকেন  এটা খুবই সহজ ও সাধারণ একটা মাধ্যম  আপনাকে শুধু কি-বোর্ড এর PrtSc SysRq বা Printscreen বাটন চাপতে হবে  তাহলে আপনার মনিটরের স্ক্রীণটি ক্লীপবোর্ড-এ জমা হয়ে থাকবে এখন আপনি “Start>AllPrograms>Accessories>Paint” যান তারপর সেখানে “ctrl+v” চাপুন অথবা “Edit>Paste” এ যান এখানে আপনি আপনার capture করা স্ক্রীনটা দেখতে পাবেন  আপনি ইচ্ছা করলে *.jpg বা *.bmp বা অন্য যে কোনো ফরম্যাট এ ইমেজ সেভ করতে পারবেন  আপনি ইচ্ছা করলে select tool ব্যবহার করে capture করা স্ক্রীনটার যে কোনো একটা অংশও ইমেজ হিসাবে সেভ করতে পারবেন সেভ করার জন্য “File>Saveনামক অপশন এ গিয়ে সেভ করুন 
কিন্তু এই উপোরোক্ত পদ্ধতিটা আপনার অনেক সময় নষ্ট করে দেবে  যদি কোনো কারণে আপনাকে অনেক ইমেজ নিয়ে কাজ করার দরকার হয়ে পড়ে তাহলে আমি নিশ্চিত যে আপনি যথেষ্ট পরিমাণে বিরক্ত বোধ করবেন 
আমি আপনাকে একটা সফটওয়্যারের সন্ধান দিব যার মাধ্যমে আপনি আপনার এই সমস্যা সমাধান করতে পারবেন বাজারে আপনি অনেক সফটওয়্যার পাবেন  কিন্তু ব্যাক্তিগতভাবে আমার পছন্দ হল Gadwin Printscreen 4.4. এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার কম্পিউটার এর স্ক্রীণ capture করবার সময়ই নির্ধারণ করে দিতে পারবেন যে কতটুকু জায়গা আপনি capture করতে চাচ্ছেন  সেই হিসাবে কী-বোর্ড থেকে নির্দিষ্ট একটা কী চাপলেই নির্দিষ্ট একটা লোকেশন এ আপনার ইমেজ সেভ হয়ে যাবে  আপনাকে আর কষ্ট করে Paint খুলে ইমেজ কাটাকাটি করতে হবে না  আপনি ইচ্ছা করলে কম্পিউটার এর নির্দিষ্ট একটা এরিয়াও আগে থেকে সিলেক্ট করে রাখতে পারবেন যে কী চাপার সাথে সাথে কতটুকু জায়গা সেভ হবে আবার কোন কী টা চাপলে স্ক্রীন সেভ হবে সেটাও আপনি আগে থেকে নির্ধারণ করে রাখতে পারবেন  এই সফটওয়্যারটা আপনি ইন্টারনেট থেকে ফ্রী ডাউনলোড করতে পারবেন ডাউনলোড এর লিঙ্ক হচ্ছেঃ http://www.gadwin.com/download/pspro_setup.exe
ডাউনলোড হবার পর অন্য সফটওয়্যার এর মত করে এটাকে ইন্সটল করুন  খুব সহজেই ইন্সটল করতে পারবেন  
preference page থেকে স্ক্রীন capture  রার জন্য আপনার পছন্দনীয় Hot Key নির্বাচন করুন এখানে আপনি আর অনেক অপশন পাবেন  আপনি capture করার সময় মাউস এর কার্সরকে লুকিয়ে রাখতে পারবেন
Source বাটন এ ক্লীক করলে আপনি ৪টি captured area অপশন দেখতেপাবেন  এক্ষেত্রে আমার সাজেশন হল Rectangular Area নির্বাচন করা  কারণ তাহলে আপনি প্রতিবার capture এর সময় সাইজ নির্ধারণ করে দিতে পারবেন
Destination বাটন এ ক্লীক করে আপনি ইমেজগুলো কোথায় গিয়ে সেভ হবে তা নির্ধারণ করে দিতে পারবেন 
Image অপশন থেকে আপনি ইমেজগুলো কোন ফরম্যাট এ সেভ হবে তাও নির্ধারণ করে দিতে পারবেন 
আর এভাবেই আপনি আপনার ইমেজ capture করার পদ্ধতিকে খুব সহজ করে তুলতে পারবেন  আশা করছি যে পোষ্টটি আপনার ভাল লেগেছে  
(c+p) Samu......

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home