Tuesday 10 May 2011

ফটোশপের দৃষ্টিনন্দন ১০টি ব্রাশ !!!

ফটোশপ ব্যবহারে অভ্যস্ত এমন লোক নেই যারা ব্রাশ সম্পর্কে জানেন না। একটি সাধারণ ডিজাইনকে অতি সাধারণ রূপ দিতে ব্রাশ ব্যবহারের তুলনা হয় না। দৃষ্টিনন্দন ডিজাইন তৈরীতে অনেকেরই পছন্দ ব্রাশ। ফটোশপে একাধিক ডিফল্ট ব্রাশ থাকলেও বর্তমানে ডিজাইনারদের বদৌলতে ওয়েবে প্রচুর ব্রাশ বিনামূল্য ডাউনলোডের জন্য পাওয়া যায়। ওয়েব ঘাটাঘাটি করে পাওয়া ১০টি ব্রাশ আজকে আপনাদের সাথে শেয়ার করব।

Burning Soul

Floral Abstract

Dimension Brushes

Twirls

Paint Borders

Splatter and Stains

Melancholy Brushes

Suddenly Spring

Summer Brushes

Old Ephemera Brushes
যেভাবে ব্রাশ ইন্সটল করবেন-
ব্রাশ ফাইল সনাক্ত করার সহজ উপায় হল এক্সটেনশন। ব্রাশ ফাইলের মূল এক্সটেনশন হল .abr।
প্রথমত, ব্রাশটি ডাউনলোড করে C:\Program Files\Adobe\Photoshop CS অথবা কোন ভার্সন\Presets\Brushes এই লোকেশনে পেস্ট করে দিন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফটোশপ ইন্সটল করা থাকতে হবে।
দ্বিতীয়ত, ফটোশপ ওপেন করুন। তারপর ব্রাশ টুলটি সক্রিয় অবস্থায় রাখুন বা টুলটি খুঁজে না পেলে B চাপুন তাহলে টুলটি সক্রিয় অবস্থায় পাবেন।
তৃতীয়ত, ব্রাশ লোড করতে নিচের চিত্রটি অনুসরণ করুন।
চিত্রে চিহ্নিত স্থানে ক্লিক করে Load Brushes এ ক্লিক করুন। তারপর যেখানে ফটোশপ ইন্সটল করা আছে সেখান থেকে ব্রাশ ফোল্ডারের কাঙ্খিত ব্রাশটি সিলেক্ট করে লোড দিন। তাহলেই ব্রাশ গুলো ব্রাশের তালিকাভুক্ত হবে এবং সেখান ব্রাশ ব্যবহার করা যাবে।

মন্তব্য করতে ভুলবেন না। সাড়া পেলে আরো ব্রাশ শেয়ার করার চেষ্টা করব।

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home