Sunday 30 January 2011


রারীন্দ্র প্রকর্ষ ফটোগ্রাফি (না দেখলে মিস্ করবেন!)




রারীন্দ্র প্রকর্ষ একজন ইন্দোনেশিয়ান ফটোগ্রাফার। ফটোগ্রাফিগুলোকে ঠিক ফটোগ্রাফি বলা যাবে কি না আমি জানি না। তার ইফেক্টগুলো অসাধারণ। মনে হয় অতিপ্রাকৃত। বাকি কথা তার ফটোগ্রাফিগুলোই বলবে...





































(ব্যাক্তি রারীন্দ্র সম্পর্কে তেমন কিছুই জানি না। কেউ জানলে শেয়ার করতে পারেন)

Monday 24 January 2011


ইংরেজি বর্ণমালা, দেখুন তো কেমন লাগে !!!!





















































 ( C+P ) Samu......

Sunday 23 January 2011




কার্টুন যখন প্রতিবাদের ভাষা !!!


 

বধির বিশ্ব
 
''ইরান বিশ্বশান্তির জন্য হুমকি '' :ইসরাইল
 
 
H&M হচ্ছে সুইডেনের বিখ্যাত ফ্যাশান হাউজ।অক্টোবর ২০১০ এ H&M তেল-আবিবে তাদের ১ম চেইন-শপ খোলার পর সুইডেন মানবতাবাদী গ্রুপসমূহ প্রতিবাদের ফেটে পরে। উক্ত প্রতিবাদের অংশ উপরের কার্টুনদ্বয়ে H&M এর চিরচেনা লগো হয়ে উঠেছে প্যারেস্টাইন বাসীর রক্ত রাঙ্গা।





শান্তির বাণী এক নির্মম পরিহাস। 

ইসরাইল : সমালোচনা যেখানে নিষিদ্ধ শব্দ। 

ইসরাইল : রক্ত পিপাসা নিয়ে যার জন্ম। 

সান্তা ক্রুজ : বড়দিরে এক অবৈধ অনুপ্রেবশকারী। 

তুই নাস্তিক। তুই কাফের। 

চীনের প্রচীর এক দিকে মানব সভ্যতার গৌরবজনক বিনির্মাণের প্রতীক, অপর দিকে ইসরাইলের প্রাচীর মানবসভ্যতার এক ধ্বংসের প্রতীক। 

''ইরানের উপর আক্রমনই আসন্ন ইহুদী হত্যাযজ্ঞ বন্ধের একমাত্র উপায়। '' যুক্তরাষ্ট্র 

ভুমোধ্যসাগরের জলদস্যু। 

Divide et impera। : 

ভিয়েতনাম থেকে প‌্যালেস্টাইন।ভিয়েতনাম প্রশ্নে আপনার নিরবতাই প‌্যালেস্টাইণের নিপীড়কের হাত কে শক্তিশালি করেছে। 

প‌্যালেস্তাইনের জন্য ভালবাসা 

********************************************
কার্টুনিস্ট Carlos Latuff ব্রাজিলের একজন ফ্রি লাইন্স কার্টুনিস্ট।

( C+P ) Samu........


আসুন শিখে নেই হরেক রকম জুতার ফিতার বাধন


































কোনটা ভালো লাগল?

Saturday 22 January 2011

Fresh WebSuction দিয়ে সম্পূর্ণ ওয়েবসাইট ডাউনলোড করুন
সাধারনত আমরা অনলাইনে বসেই বিভিন্ন রকমের ওয়েবসাইট ভিজিট করে থাকি এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকিকিন্তু আপনি কি অফলাইনে থেকেও একইরকম ভাবে ওয়েবসাইট ভিজিটের স্বাদ পেতে চান? আপনার চিন্তার কোন কারণ নাইকারন আপনি ইন্টারনেট না থাকলেও আপনার কম্পিউটার থেকে কোন একটা নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট করতে পারবেন যদি আপনি ঐ ওয়েবসাইটটি আপনার কম্পিউটারে আগে থেকে পুরোপুরি নামিয়ে নেন বা ডাউনলোড করে নেনএটাকেই বলা হয় অফলাইন ব্রাউজিং
Fresh WebSuction হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অন্তর্গত এরকম একটা সফটওয়্যার যেটা খুব সহজেই কোন নির্দিষ্ট একটা পৃষ্ঠা থেকে আরম্ভ করে পুরো ওয়েবসাইটই ডাউনলোড করতে পারেআপনি এই সফটওয়্যারটি খুব সহজেই ব্যবহার করতে পারবেনএই কারনেই অনভিজ্ঞ ব্যবহারকারী থেকে আরম্ভ করে অভিজ্ঞ ব্যবহারকারী সকলেই এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেএই সফটওয়্যারটি ব্যবহার করে কোন ওয়েবসাইট ডাউনলোড করতে হলে আপনাকে শুধুমাত্র ওয়েবসাইটটির ঠিকানাটি জানলেই চলবে, আর কিছু জানার দরকার নাইতবে কিছু কিছু ব্যবহারকারী সফটওয়্যারটিকে ভালভাবে ব্যবহার করবার জন্য সফটওয়্যারটিকে কিভাবে কনফিগার করতে হয় তা জানতে চাইতে পারেসাধারনত নির্দিষ্ট পেজের জন্য ডাউনলোডের depth ঠিক করা থাকেঅন্যান্য সকল পেজ এই পাজের সাথে সংযুক্ত থাকে১০০ পেজ পর্যন্তও থাকতে পারেতবে যদি আপনার দরকার পড়ে তাহলে আপনি ইচ্ছা করলে এর থেকে বেশি সংখ্যকও নির্দিষ্ট করে নিতে পারবেনএজন্য আপনাকে নামক project settings অপশনটি ব্যবহার করতে হবে
আপনি কোন ওয়েবসাইট থেকে নির্দিষ্ট কোন ফাইল ডাউনলোড করতে হলে file filter কে কনফিগার করে নিতে পারেনএটা HTML ফরম্যাটের ফাইলকে ডাউনলোড করবার পরে audio, video, document ইত্যাদিতে রুপান্তর করতে পারেআপনি নির্দিষ্ট করা ওয়েবসাইট থেকে zip archive কেও ডাউনলোড করতে পারবেনpreference নামক অপশনটি নির্ধারণ করে যে কিভাবে লিংক গুলোকে এবং ডাউনলোড ঠিকানাগুলোকে ম্যানেজ করতে হবেআপনি যখনই ডাউনলোড করবার বাটনে ক্লিক করবেন তখন এটা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে তথ্য আনা আরম্ভ করে এবন নির্দিষ্ট প্যারামিটারের অধীনে ফাইলগুলোকে ডাউনলোড করা আরম্ভ করেব্যবহারকারীকে শুধু ওয়েবসাইটের ঠিকানা সম্পর্কে নিশ্চিত থাকে হবে            

ডাউনলোড শেষ হয়ে যাবার পরে আপনি ডাউনলোড হওয়া সকল ফাইলের স্ট্রাকচার project contents sidebar এ পাবেন Fresh WebSuction এর ইন্টারফেস থেকে আপনি যে কোন একটা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড হওয়া কোন একটা পেজ খুলতে পারবেনআপনি ইচ্ছা করলে সম্পুর্ণ ওয়েবসাইটটিকে ব্রাউজারেও দেখাতে পারবেনআপনি এই সফটওয়্যারটি আপনাকে ওয়েবপেজের অনলাইন ভার্সন এর সুবিধাও প্রদান করে থাকেআপনি ইন্টারনেট কানেকশনের সেটিংসও পরিবর্তন করতে পারবেন যেমন simultaneous download thread এর সংখ্যা, retire এর সংখ্যা ইত্যাদি              
Fresh WebSuction নামক সফটওয়্যারটি ব্যবহার করা খুবই সহজ এবং HTTrack এর মতন জটিল নয়এই সফটওয়্যারটি ৩২-বিট বা ৬৪-বিট অপারেটিং সিস্টেম উভয়টাতেই চলবেআপনি ডেভেলপারদের সাইট থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেনসাইটটির লিঙ্ক হচ্ছেঃ http://www.freshwebmaster.com/freshwebsuction.html রেজিষ্ট্রেশন করবার সময় আপনার ইমেইল ঠিকানাটি দিতে হবেআর আপনি এই লিঙ্কটি থেকে থার্ড পার্টি ডাউনলোড পোর্টাল ডাউনলোড করতে পারবেনঃ http://www.softpedia.com/get/Internet/Download-Managers/FreshWebSuction.shtml

(C+P) Samu......